Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

০১।     প্রশিক্ষণ সংক্রান্ত ;

  1. প্রাতিষ্ঠানিক ট্রেড সমূহ ;

ক্রঃ নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

কোর্স শুরুর মাস

আসন সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

কোর্স ফি

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১

গবাদিপশু,হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি

২মাস ১৫ দিন

প্রতি ১৫ জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল

৬০ জন (আবাসিক)

৮ম শ্রেণী

১০০টাকা (প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়)।

বয়স(১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম এস.এস.সি বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণেআগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদনপত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অতঃপর জেলাকার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন।স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণেভর্তি হতে পারবেন।

যুব প্

রশিক্ষণ

কেন্দ্র,

খুলনা।

০২

পোষাক তৈরী

৪ মাস

প্রতি ১ জুলাই, নভেম্বর ও মার্চ

৪০ জন (অনাবাসিক)

৮ম শ্রেণী

=৫০ টাকা

      

       ঐ

যুব

প্রশিক্ষণ

কেন্দ্র,

খুলনা।

০৩

মৎস্য চাষ

১ মাস

প্রতি মাসের ১ তারিখ

২০ জন (অনাবাসিক)

৮ম শ্রেণী

=১০০ টাকা

       

       ঐ

যুব প্রশিক্ষণ কেন্দ্র,খুলনা।

০৪

মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপিলকেশন

৪ মাস

প্রতি ১ জুলাই, নভেম্বর ও মার্চ

৩০ জন (অনাবাসিক)

এইচ.এস.সি

=৫০০ টাকা

      

       ঐ

যুব প্রশিক্ষণ কেন্দ্র,খুলনা।

০৫

কম্পিউটার (বেসিক কোর্স)

৬ মাস

প্রতি ১ জুলাই ও ১জানুয়ারী

৪০ জন (অনাবাসিক)

এইচ.এস.সি

=১,০০০ টাকা

              

       ঐ

যুব প্রশিক্ষণ কেন্দ্র,খুলনা।

০৬

কম্পিউটার (গ্রাফিক্স কোর্স)

৬ মাস

প্রতি ১ জুলাই ও জানুয়ারী

৩০ জন (অনাবাসিক)

এইচ.এস.সি

=২,০০০ টাকা

     

       ঐ

যুব প্রশিক্ষণ কেন্দ্র,খুলনা।

০৭

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

৬ মাস

প্রতি ১ জুলাই ও জানুয়ারী

৩০ জন (অনাবাসিক)

এস.এস.সি/

অষ্টম শ্রেণী

=৩০০ টাকা

               

            

       ঐ

যুব প্রশিক্ষণ কেন্দ্র,খুলনা।

০৮

ইলেকট্রনিক্স

৬ মাস

প্রতি ১ জুলাই ও জানুয়ারী

৩০ জন (অনাবাসিক)

এস.এস.সি/

অষ্টম শ্রেণী

=৩০০ টাকা

      

       ঐ

যুব প্রশিক্ষণ কেন্দ্র,খুলনা।

০৯

ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং

৬ মাস

প্রতি ১ জুলাই ও জানুয়ারী

৩০ জন (অনাবাসিক)

এস.এস.সি/

অষ্টম শ্রেণী

=৩০০ টাকা

      

       ঐ

যুব প্রশিক্ষণ কেন্দ্র,খুলনা।

১০

ব্লক-বাটিক এন্ড স্ক্রিন প্রিন্টিং

৪ মাস

প্রতি ১ জুলাই, নভেম্বর, মার্চ

৪০ জনা (অনাবাসিক)

অষ্টম শ্রেণী

=৫০ টাকা

      

       ঐ

যুব প্রশিক্ষণ কেন্দ্র,খুলনা।

  1. যোগাযোগের ঠিকানাঃ-উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,খুলনাও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কয়রা,খুলনা।
  2. অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমাণ) ট্রেড সমূহ;

ক্রঃ নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

শিক্ষাগত যোগ্যতা

সেবা প্রদানের স্থান

০১

পারিবারিক হাঁস-মুরগী পালন

৭/১৪/২১ দিন

৮ম শ্রেণী

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র,কয়রা,খুলনা।

০২

ছাগল পালন

-ঐ-

-ঐ-

০৩

গরু মোটা-তাজাকরণ

-ঐ-

-ঐ-

০৪

পারিবারিক গাভী পালন

-ঐ-

-ঐ-

০৫

মৎস্য চাষ

-ঐ-

-ঐ-

০৬

বসত বাড়ীতে সবজি চাষ

-ঐ-

-ঐ-

০৭

নার্সারী

-ঐ-

-ঐ-

০৮

পোষাক তৈরী

-ঐ-

-ঐ-

০৯

স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রেড নির্ধারণ

-ঐ-

-ঐ-

এ ছাড়া স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে চাহিদা মাফিক ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়।

ক্রমিক নং

সেবার ধরণ

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

    ১

যুব ঋণ ‍বিতরন

আবেদনের পর 30 দিন

প্রথমেঋণের জন্য সাদা কাগজে আবেদন করতে হবে।তার পর 7 দিনের মধ্যে ক্রেডিটসুপারভাইজার সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন করে মতামত দিবেন। এরপর জামিনদারেরঅঙ্গিকারনামা সহ প্রয়োজনিয় কাগজ পত্র সহ আবেদন পত্র দাখিল করলে যুব ঋণেরসভায় অনুমোদিত হলে ক্রসড চেকের মাধ্যমে অপ্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে 10000 টাকা থেকে 40 হাজার টাকা এবং প্রাতিষ্ঠানিক ঋণের  ক্ষেত্রে 25000 টাকাথেকে 75000 টাকা পর্যন্ত ঋণ ক্রমহ্রাসমান  10 % হারে সার্ভিস চার্জপ্রদানের শর্তে ঋণ প্রদান করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,কয়রা,খুলনা।

  ২

যুব সংগঠনের অনুদান

বছরে 01 বার

প্রধান কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন গ্রহন করা হয়।

নির্দিষ্ট ফরমে আবেদন পত্র উপজেলা কার্যালয়ে জমা দিতে হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশ ক্রমে জেলা কার্যালয়ে পাঠানো হয়। জেলা কার্যালয় থেকে যাচাই বাছাই করে প্রধান কার্যালায় ,ঢাকায় পাঠানো হয় । সেখান থেকে মনোনিত সংগঠনকে ১০,০০০/- টাকা  থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত অনুদান প্রাদান করা হয়।

 

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,কয়রা,খুলনা।

 

 

 

 

 

 

 

উক্তঅপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমূহ উপজেলা পর্যায়ে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ওযুব সংগঠন ক্লাবে অনুষ্ঠিত হয়ে থাকে। অপ্রাতিষ্ঠানিক তথা ভ্রাম্যমাণপ্রশিক্ষণের জন্য কোন কোর্স ফি এর প্রয়োজন হয়না।

 যোগাযোগের ঠিকানাঃ- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারকার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রা,খুলনা।

 

০২।     ঋণ কর্মসূচিঃ-

  1. যুবঋণঃ-প্রশিক্ষিত যুবদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ এর মাধ্যমে আত্মকর্মেনিয়োজিত করা হয় যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আত্মকর্মে নিয়োজিতহওয়ার জন্য প্রকল্প স্থাপনের নিমিত্তে শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তরথেকে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের ঋণ সহায়তা প্রদান করা হয়ে থাকে। ঋণেরশ্রেণী বিন্যাস নিম্নরুপঃ

(।)      প্রাতিষ্ঠানিক ট্রেডঃ- একজনযুব/যুব মহিলাকে তার গৃহীত প্রকল্পের অনুকুলে ২৫,০০০টাকা থেকে সর্বোচ্চ৭০,০০০টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।

(।।)       অপ্রাতিষ্ঠানিকট্রেডঃ- একজন যুব/যুব মহিলাকে তার গৃহীত প্রকল্পের অনুকহলে ১০,০০০টাকা থেকেসর্বোচ্চ ৪০,০০০টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।

            সফল ঋণপরিশোধকারীকে সর্বোচ্চ ৩ বার ঋণ প্রদানের ব্যবস্থা আছে। ঋণ পরিশোধের মেয়াদ১২ মাস থেকে ২৪ মাস পর্যন্ত। সর্বোচ্চ ৩ মাসের গ্রেস পিরিয়ড প্রদান করাহয়ে থাকে। ঋণের সার্ভিস চার্জ ১০% যা ক্রমহ্রাসমান হারে প্রায় অর্ধেক।

 

(খ)      পরিবারভিত্তিক ঋণঃ- পারিবারিকঐতিহ্য রক্ষাসহ মানবিক মূল্যবোধ সমুন্নতরাখার লক্ষ্যে পারিবারিকসম্প্রীতি, শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমেপরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রধান্য দিয়ে স্বীয় পরিবেশেস্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়ে আসছে।কর্মসূচির আওতায় ৫ জন সদস্যকে নিয়ে ১টি গ্রুপ এবং ৮ থেকে ১০টি গ্রুপনিয়ে ১টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি গ্রুপের একজন গ্রুপ প্রধান এবং প্রতিকেন্দ্রে একজন কেন্দ্র প্রধান থাকেন। কেন্দ্রের প্রতি সদস্য১ম দফায়৮০০০টাকা,২য় দফায় ১০,০০০টাকা, ৩য় দফায় ১২,০০০টাকা, ৪র্থ দফায়১৪,০০০টাকা এবং ৫ম দফায় ১৬,০০০টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে। সফল ঋণপরিশোধকারী প্রতি গ্রুপ/পরিবারের ১ জনকে প্রয়োজনে মাত্র একবার ৩০,০০০টাকাথেকে ৫০,০০০টাকা পর্যন্ত এন্টারপ্রাইজ ঋণ প্রদান করা হয়ে থাকে। ঋণেরসার্ভিস চার্জ ক্রমহ্রাসমান হারে ৫% যা ঋণ পরিশোধের পর শেষ ২ কিস্তিতেপরিশোধযোগ্য।

 

০৩।     যুব সংগঠন তালিকাভূক্তিকরণ ;

          যুব সংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নকর্মকান্ডে সম্পৃক্তকরণের মূল দায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করেথাকে। দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুব সংগঠন সহযোগী শক্তি হিসেবে বলিষ্ঠঅবদান রাখতে সক্ষম। এরই অংশ হিসেবে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকেদেশের উন্নয়ন কর্মকান্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহন করানোর লক্ষ্যে যুবউন্নয়ন অধিদপ্তর কর্তৃক তালিকাভূক্তি করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ-উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,খুলনাও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কয়রা,খুলনা।

০৪।     যুবসংগঠনকে অনুদান প্রদানঃ- যুব সংগঠন সমূহকে কর্মসূচি বাস্তবায়নের জন্যআর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুবকল্যাণ তহবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়ে থাকে। তাছাড়াকর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য অনুন্নয়ন খাত থেকেও প্রতি বছর অনুদানদেয়া হয়ে থাকে।

যোগাযোগের ঠিকানাঃ-উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,খুলনাও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কয়রা,খুলনা।

 

০৫। সার্ক ইয়ূথ এওয়ার্ড প্রদানঃ- দক্ষিণ এশিয়অঞ্চলে যুবদের সৃজনশীল ও উৎসাহ ব্যাঞ্জক যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ১৯৯৭ সাল থেকে ‘‘সার্ক ইয়ূথ এওয়ার্ড ’’স্কীম চালু করা হয়। প্রতি বছরসার্ক সচিবালয় থেকে বাংলাদেশেও সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ডে অসাধারনকৃতিত্বের জন্য ‘‘সার্ক ইয়ূথ এওয়ার্ড’’ প্রদান করা হয়।

 

যোগাযোগের ঠিকানাঃ-উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,খুলনাও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কয়রা,খুলনা।

০৬।  কমনওয়েলথ যুব পুরস্কার প্রদানঃ-যুব/যুব সংগঠকদের যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান/যুব সংগঠনের মাধ্যমে সমাজউন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়নমূলক কর্মকান্ড, যুব সংগঠনেরমাধ্যমে প্রকল্পভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্যবাংলাদেশী যুব /যুব সংগঠনকে ‘‘কমনওয়েলথ ইয়ুথ এওয়ার্ড ’’প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ-উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,খুলনাও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কয়রা,খুলনা।

০৭।     জাতীয় যুব পুরস্কার প্রদানঃ-যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সকল যুবক/যুব মহিলা প্রশিক্ষণ ও ঋণ গ্রহন করেআত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন তাদেরকাজের স্বীকৃতি স্বরুপ প্রতি বছর সর্বমোট ১৬ জন সফল যুব/যুব মহিলাকে জাতীয়যুব পুরস্কার প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ-উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,খুলনাও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কয়রা,খুলনা।

০৮।  নেটওয়ার্কিং জোরদারকরণঃ- যুবউন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যেকর্মসূচিভিত্তিক নেটওয়ার্কিং জোরদারকরণের লক্ষ্যে প্রতি উপজেলা থেকে কমপক্ষে ২টি যুব ক্লাব নির্বাচনের কার্যক্রম গ্রহন করা হয়েছে। বিষয়টিপ্রক্রিয়াধীন থাকলেও ভবিষ্যতে যুব ক্লাব নির্বাচন সংখ্যা বৃদ্ধির বিষয়টিওবিবেচনায় রয়েছে।

 

০৯। তথ্য প্রদানঃ- যুব  উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ, ঋণ এবং যে কোন কার্যক্রম সম্পর্কিত তথ্য প্রদান করা হয়ে থাকে।

যোগাযোগের ঠিকানাঃ-উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,খুলনাও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কয়রা,খুলনা।